অলিম্পিক গেমসের মশাল বহন করবেন ইউনূস

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের মশাল বহন করবেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকায় ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ এই সম্মানসূচক আমন্ত্রণ জানিয়েছেন। রিও অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার মিশনে প্রফেসর ইউনূসের অংশগ্রহণ চায় অলিম্পিক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ঐতিহ্যবাহী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে মশালের যাত্রা শুরু হয়, যা ব্রাজিলে শুরু হয় ৩ মে, রাজধানী ব্রাসিলিয়ায়। সারাদেশ পরিভ্রমণের পরে রিও অলিম্পিকের মশাল যাত্রা শেষ হবে ৫ আগস্ট, অলিম্পিক গেমসের স্টেডিয়ামে।

ড. ইউনূস ৪ আগস্ট অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একই দিনে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ‘এথলেটিক্স, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র’ বিষয়ে বক্তব্য রাখবেন বলে ইউনূস সেন্টার ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

অলিম্পিক গেমসের মশাল বহন করবেন ইউনূস