পোশাক রপ্তানিতে বাংলাদেশ গ্লোবাল প্লেয়ার: গওহর রিজভী

বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের শীর্ষ স্থান দখল করতে না পারার কোনো কারন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

বুধবার ঢাকায় দুই দিন ব্যাপী ডেনিম কাপড় ও জিনস পোশাকের প্রদর্শনীর উদ্বোধন করে গওহর রিজভী দাবী করেন পোশাক রপ্তানিতে বাংলাদেশ গ্লোবাল প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। চীন তৈরি পোশাক ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন সে ব্যবসা বাংলাদেশের কাছে আসবে।

প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।

এনিয়ে ঢাকায় পঞ্চমবারের মত এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রাজিল এর ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

পোশাক রপ্তানিতে বাংলাদেশ গ্লোবাল প্লেয়ার: গওহর রিজভী