উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন বাংলাদেশ

উত্তর কোরিয়া অতি সম্প্রতি যে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, মিসাইলটি জাপানের আকাশ অতিক্রম করে দেশটির উপকূলের কাছে সাগরে পড়ায় জাপানের মানুষের মত বাংলাদেশের মানুষও উদ্বিগ্ন। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরুপ

বিবৃতিতে বলা হয়েছে, নিকট অতিতে অব্যাহত ভাবে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়ে দেশটি কার্যত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এ সংক্রান্ত সিদ্ধান্তকে অবমাননা করছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলম।