বাংলাদেশ-ভারতসহ ৮টি দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে: আইসিজি

বাংলাদেশসহ ৮টি দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ- আইসিজি।

ব্রাসেলস ভিত্তিক আইসিজি যা বিশ্বব্যাপী সংঘর্ষ ও সংঘাতকে প্রতিরোধ ও সমাধান করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে এর চলতি বছরের জুলাই মাসের পর্যালোচনায় বলা হয়েছে এ সকল দেশের বেশ কয়েকটিতে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এবং এগুলোর সমাধানের উদ্যোগ ভেস্তে যাচ্ছে। কয়েকটি দেশের রাজনৈতিক সঙ্কট গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বাংলাদেশ অংশে বলা হয়েছে ১লা জুলাই রাজধানী ঢাকায় একটি ক্যাফেতে নৃশংস হামলা হয়েছে যার ফলে ক্যাফেতে ২২ জন নিহত হয়েছেন যার বেশির ভাগই বিদেশী। এ ঘটনার দায় স্বীকার করেছ ইসলামিক স্টেট- আইএস উল্লেখ করে এতে বলা হয়েছে সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে স্থানীয় ভাবে বেড়ে ওঠা আইএস এবং আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে মোকাবেলা করা। এজন্য স্বচ্ছতা ও আইন প্রয়োগকারীদের পক্ষপাতহীন সন্ত্রাস দমন নীতি গ্রহণ করার পরামর্শ দিয়েছে আইসিজি।

বাংলাদেশ ছাড়া অন্য ৭টি দেশ হচ্ছে আফগানিস্তান, ভারত, সিরিয়া, দক্ষিণ সুদান, মালী, আর্মেনিয়া ও তুরস্ক।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশ-ভারতসহ ৮টি দেশের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে: আইসিজি