প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোবটের কথোপকথন

বিভিন্ন দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের অংশগ্রহণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দেশের এ যাবতকালের সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ বুধবার ঢাকায় শুরু হয়েছে।

'রেডি ফর টুমরো' প্রতিপাদ্য সামনে নিয়ে ঢাকায় ৪দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ও দিনের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রখ্যাত অভিনেত্রী অড্রে হেপর্বান-এর আদলে নির্মিত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া মানবিক রোবট সোফিয়া।

রোবট সোফিয়ার সঙ্গে তার নির্মাতা ডেভিড হ্যানসনও ঢাকায় এসেছেন। স্যুটকেসে করে বিমানে আসা ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা সোফিয়া ঢাকায় এসে বাংলাদেশী পোশাক কামিজ পড়েছে। প্রধানমন্ত্রীর বক্তৃতা পর্ব শেষে রোবট সোফিয়া প্রায় তিন মিনিট ধরে ইংরেজিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার নানাধিক উল্লেখ করে তার সরকারের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। ডিজিটাল ওয়ার্ল্ডের পৃষ্ঠপোশক হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইসলামী ব্যাংক।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।