পাকিস্তানের বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

বাংলাদেশের পররাষ্ট্র দফতর ঢাকায় পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে জামায়াতে ইসলামীর আমীর মওলানা নিজামীর রিভিউ আবেদন খারিজ নিয়ে পাকিস্তান সরকার যে উদ্বেগ প্রকাশ করেছিল, তার কড়া প্রতিবাদ জানিয়েছে।

সোমবার অপরাহেৃ পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলমকে তলব করে এই ব্যাপারে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র বা নোট ভারভাল হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান পররাষ্ট্র দফতর যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। যুদ্ধাপরাধের বিচার কাজ যথাযথ নিয়মনীতি আইন-কানুন মেনে হচ্ছে বলে বলা হয়েছে। পাকিস্তান দায়িত্বশীল আচরণ করবে এমনটা বাংলাদেশ প্রত্যাশা করে বলে পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

পাকিস্তানের বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ