টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মধুপুর উপজেলায় বিমানবাহিনীর টেলকি ফায়ারিং জোনে এ দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী সংবাদ মাধ্যমকে জানান, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস জানান, অরনখোলা ইউনিয়নে বিমানবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং জোনে মহড়া চলছিল। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজি নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী