দেশের বিজ্ঞাপন বিদেশী টিভি চ্যানেলে নেয়া বন্ধের দাবি

Map of Bangladesh

বাংলাদেশের বিজ্ঞাপন যারা বিদেশী টিভি চ্যানেলে নিয়ে যাচ্ছে, নভেম্বরের মধ্যে তাদের এই কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন টেলিভিশন চ্যানেল মালিকরা। দেশের বিপুল পরিমান অর্থ চলে যাচ্ছে বিদেশে। ফলে দিন দিন আয় হারাচ্ছে দেশীও চ্যানেলগুলো। এমন পরিস্থিতি চলতে থাকলে সংকটের মুখে পড়তে পারেন গণমাধ্যমকর্মী, কলাকুশলী এমনকি পুরো মিডিয়া। এই আশংকা থেকে টেলিভিশন চ্যানেলের মালিক, প্রযোজক ,পরিচালক অভিনয়শিল্পীসহ বিভিন্ন কলাকুশলী নিয়ে একটি সভা আয়োজন করে সংশ্লিষ্টরা। বক্তারা বিদেশী চ্যানেলগুলোর আগ্রাসন, তাদের অনুষ্ঠানমালা ও আক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় তারা বলেন- নভেম্বরের পর থেকে যেন কোন দেশীয় বিজ্ঞাপন বিদেশী চ্যানেলে প্রচারিত না হয়। অন্যথায় তারা বিচার বিভাগের কাছে যেতে বাধ্য হবেন বলে মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন নাসরিন হুদা বীথি।

Your browser doesn’t support HTML5

BD advert