বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত

বাংলাদেশে বুধবার সকালে কক্সবাজার থেকে চিংড়ি পোনা নিয়ে যশোর যাওয়ার সময় একটি পণ্য পরিবহন বা কার্গো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হলে বিমানটির পাইলট, কো-পাইলট, প্রকৌশলী নিহত হয়েছেন এবং মুমূর্ষ অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ও আহত সবাই ইউক্রেনের নাগরিক। পরিবহন বিমানটি রাশিয়ার একটি কোম্পানীর, যা ভাড়া করা হয়েছিল।

এদিকে, নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে যুক্তরাজ্য সরকার ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো বা বাণিজ্যিক পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাজ্য সরকারের একটি ওয়েবসাইট বিজ্ঞপ্তিতে ঐ ঘোষণা দিয়ে বলা হয়, ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নে দেখা যাচ্ছে, নিরাপত্তার অনেক আর্ন্তজাতিক মানদন্ড ও শর্ত পূরণ করা হয়নি। তবে তৃতীয় কোন দেশ থেকে পুনঃপরীক্ষা সাপেক্ষে কার্গো পরিবহন বহাল থাকবে। অস্ট্রেলিয়া এর আগে এমন নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিতে গভীর উদ্বেগ জানাচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্ত