শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথমপর্বের বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গির তুরাগ নদের তীরে শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথমপর্বের বিশ্ব ইজতেমা। বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজারের বেশি বিদেশী মুসল্লীসহ হাজার হাজার মুসল্লী প্রথম পর্বের ইজতেমায় ইতোমধ্যে অংশ নিয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে; নেয়া হয়েছে কড়া নজরদারী এবং নিরাপত্তা ব্যবস্থা। আগত মুসল্লীর সংখ্যা বেশি হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না বলে ইজমেতার নির্ধারিত স্থানের বাইরেও মুসল্লীরা অবস্থান করছেন। এ বছরে মুসল্লীর সংখ্যা বেশি হওয়ায় নানা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম। প্রথম পর্যায়ের বিশ্ব ইজতেমা রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট