চব্বিশ ঘণ্টারও কম সময়ের জন্যে ঢাকা সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান কামনা করে বলেছেন, বাংলাদেশের একার পক্ষে এ সংকট সমাধান সম্ভব নয়।
ব্রাক বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে শুক্রবার রাতে ঢাকায় আগত জাতিসংঘের সাবেক প্রধান বান কি মুনের সাথে শনিবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জাতিসংঘের সাবেক এই প্রধান রোহিঙ্গাদের প্রতি সহানুভুতিশীল, উদার এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা শরনার্থীরা যাতে অতিদ্রুত, নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিশ্বাসও অর্জন করতে হবে।
জলবায়ূর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন বান কি মুন। তিনি বিকেলে ব্রাক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট