খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনের উপরে শুনানী শুরু

KZ

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনের উপরে শুনানী রোববার শুরু হয়েছে। হাইকোর্ট খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত ৩টি তথ্য আগামী বুধবার বিকেল ৫টার মধ্যে জানানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশনা দিয়েছে। ৩টি তথ্য হচ্ছে- মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়া উন্নততর চিকিৎসার জন্য সম্মতি দিয়েছেন কিনা, দিয়ে থাকলে সে চিকিৎসা শুরু হয়েছে কিনা, আর শুরু হলে এখন তার কি অবস্থা। পরবর্তী শুনানী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২ বছর ধরে কারাবন্দী। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত এপ্রিলে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও তার জামিন চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেনি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট