বাংলাদেশের আগামী বাজেটে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুকি মোকাবেলা

বার্লিন জলবায়ু পরিবর্তন এবং এ সংক্রান্ত নিরাপত্তা বিষয়ক সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনজনিত বাংলাদেশের সমস্যাবলী এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গ উত্থাপিত হবে বলে ঢাকায় পররাষ্ট্র দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার কারণে কি ধরনের জলবায়ু এবং এ সংক্রান্ত নিরাপত্তা সংকট বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে- তা বিশেষভাবে গুরুত্ব পাবে। এদিকে, নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বাংলাদেশের আগামী বাজেটে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুকি মোকাবেলায় বাংলাদেশের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত খাতে কমপক্ষে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে। এক বিবৃতিতে টিআইবি এ দাবি জানায়। কেন জলবায়ু পরিবর্তন খাতে অর্থ বরাদ্দের দাবি জানানো হচ্ছে সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবি জলবায়ু পরিবর্তন খাতের অর্থ ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সঠিক দিকনির্দেশনা প্রণয়নের জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট