বাংলাদেশের ঝিনাইদহে জঙ্গিদের আস্তানায় অভিযান

Dhaka, Bangladesh

ভেতরে জঙ্গি রয়েছে সন্দেহে ঝিনাইদহে দুটি বাড়ি ঘেরাও করে রেখেছে র‌্যাব। মঙ্গলবার সকাল থেকে বাড়ি দুটিতে অভিযান শুরু হয়। বিকেলে অভিযান স্থগিত ঘোষণা করা হয়। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনির ভয়েস অব আমেরিকাকে জানান, কাল সকাল থেকে ফের অভিযান শুরু হবে। দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জামাদি। র‌্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে ঝিনাইদহে জঙ্গি তৎপরতার খবর র‌্যাবের গোয়েন্দাদের নজরে আসে। এরপর সোমবার রাতে মো. সেলিম ও প্রান্তকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা নিশ্চিত হন উল্লিখিত বাড়ি দুটিতে জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম লিটন জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত এক মাসে ঝিনাইদহে ৫টি জঙ্গি ঠিকানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সম্পর্কে মেজর মনির বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে ঝিনাইদহ জঙ্গিদের আতুর ঘরে পরিণত হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট