রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ পাহাড়ি নিহত

বাঘাইছড়িতে সেনা অভিযান
৫ জন নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে ৫ জন পাহাড়ি নিহত হয়েছেন। এরা সবাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য। এই সংঘর্ষে সেনাবাহিনীর কর্পোরাল লিয়াকত আলী আহত হয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সম্পর্কে খাগড়াছড়ি অঞ্চলে কর্তব্যরত মেজর রুবাইয়াত জামিল এই প্রতিনিধিকে বলেন, তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে। এরপর অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। সেনা অভিযান চলাকালে তারা পাল্টা গুলি করলে ৫ জন নিহত হয়। ১৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়। আইএসপিআর জানায়, তাদের কাছ থেকে মেশিনগানসহ আটটি ভারী অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। মেজর রুবাইয়াত জানান, এক মাস আগেও আরেকটি সংঘর্ষে ১ জন নিহত হয়। স্থানীয় সূত্রগুলো বলছে, শান্তিচুক্তি এবং সন্তু লারমা বিরোধী শক্তি ফের নানাভাবে সংগঠিত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

CHOUDHURY HILL