বাংলাদেশে জঙ্গীবাদ বিরোধী পুলিশী অভিযানে চার দিনে গ্রেফতার ১১৬৪৭ জন

বাংলাদেশে জঙ্গীবাদ বিরোধী দেশব্যাপী পুলিশী অভিযান অব্যাহত আছে। এই অভিযানে পুলিশের দাবি মোতাবেক চার দিনে ধরা পড়েছে কথিত ১৪৫ জন জঙ্গী; আর গ্রেফতার করা হয়েছে ১১৬৪৭ জনকে।

পুলিশ বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ২৬ জন কথিত জঙ্গীকে আটক করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৩ হাজার ১'শ জনকে।

গ্রেফতার অভিযান চলাকালে সোমবার রাতে আনসারুল্লাহ বাংলা টিমের চট্টগ্রামের দু’জন নেতাকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া এককালের রাজশাহীর জঙ্গী নেতা এবং ২০০৭ সালে ফাঁসির দন্ডে দন্ডিত বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগীকে মুক্তাগাছা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে জঙ্গীবাদ বিরোধী পুলিশী অভিযানে চার দিনে গ্রেফতার ১১৬৪৭ জন