বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার

Map of Dhaka, Bangladesh

বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সন্দেহভাজন মূল হোতা দেওয়ান আতিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার দুইমাস পর পুলিশ বৃহস্পতিবার রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলিয় চেয়ারম্যান আতিকুর রহমানকে গ্রেফতার করল। পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত ৩০ অক্টোবর এবং তারপরে নাসিরনগরে সঙ্ঘটিত ঘটনার সাথে তাঁর সম্পৃক্ততা প্রমাণ পাওয়া গেছে।

ওই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এযাবৎ শতাধিক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নাসিরনগরেরঅধিবাসী রসরাজ মণ্ডলের ফেইসবুক একাউন্টে ইসলাম ধর্মকে অবমাননা করে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে হামলার সূত্রপাত হয়।

এদিকে, গোপালগঞ্জ জেলার টুঙ্গি পাড়ায় বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা হিন্দুদের তিনটি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট চেয়ারম্যান গ্রেপ্তার