বাংলাদেশের অর্থ লোপাটের ৬ মাস পরও ফেরত পাওয়ার কোনো অগ্রগতি নেই

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার অর্থ লোপাটের ৬ মাসেরও বেশি সময় পার হলেও, এখনো পর্যন্ত ওই অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনোই অগ্রগতি নেই। সাইবার চুরির মাধ্যমে লোপাট হওয়া অর্থ ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যাওয়ার পরে দেড় কোটি ডলার অর্থ উদ্ধার করে ওই দেশটি। তবে বাকি অর্থ খুজে পাবার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি ফিলিপাইনের পক্ষ থেকে। যে দেড় কোটি ডলার উদ্ধার হয়েছে তা বাংলাদেশকে ফেরত দেয়া হবে -এ মর্মে গত জুলাই মাসে প্রতিশ্রুতি দেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে সে দেশের জাস্টিস ডিপার্টমেন্টে আনুষ্ঠানিক দাবি পেশসহ আইনি কার্যক্রমও সম্পন্ন করা হয়। কিন্তু ওই অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় গঠিত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করলেও এখনো পর্যন্ত তা প্রকাশ করা হয়নি এবং কবে প্রকাশ করা হবে তাও নিশ্চিত নয়।
এদিকে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বিশাল অংকের অর্থ লোপাটের প্রেক্ষাপটে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক সুরক্ষায় অতিসম্প্রতি বিশেষ একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

বাংলাদেশের অর্থ লোপাটের ৬ মাস পরও ফেরত পাওয়ার কোনো অগ্রগতি নেই