নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন

বাংলাদেশসহ উপমহাদেশের নারীদের জন্য প্রথম পত্রিকা সাপ্তাহিক বেগম সম্পাদক এবং নারী সাংবাদিকতার পথিকৃত নূরজাহান বেগম সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না....রাজেউন)। ৯১ বছর বয়সী নূরজাহান বেগম নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

নূরজাহার বেগমের দুইদফা নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধতা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হয়। মিরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিএনপি প্রধান গভীর শোক প্রকাশ করেছেন।

নূরজাহান বেগমের পিতা বিখ্যাত সওগাত পত্রিকা সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের হাত ধরে তিনি সাংবাদিকতা শুরু করেন। বেগম পত্রিকা প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতায় এবং ১৯৫০-এ তা ঢাকায় চলে আসে। প্রতিষ্ঠার অল্প কয়েকমাস বাদেই তিনি বেগমের সম্পাদক হন এবং মৃত্যুর আগ পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নূরজাহান বেগমের গুণগ্রাহীরা বলেছেন, আজীবন তিনি সক্রিয় ছিলেন। নূরজাহান বেগম সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চাও করেছেন। এসব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বেগম রোকেয়া পদকসহ নানা জাতীয় পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন