ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের জন্য পাইলটের গাফিলতি দায়ী: নেপাল সরকারের তদন্ত কমিশন

নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশন গত বছর মার্চ মাসে দেশটির বিমান বন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনার জন্য পাইলটের গাফিলতিকে দায়ী করেছে।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে ঐ দুর্ঘটনার তদন্তে গঠিত কমিশন রোববার নেপালের বেসরকারি বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। খবরে কমিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ককপিটের ভয়েস রেকর্ডার পরীক্ষা করার পর কমিশনের কাছে স্পষ্ট হয়েছে যে, ক্যাপ্টেন বড় ধরনের মানসিক চাপের মধ্যে ছিলেন। এতে আরো বলা হয়েছে নিয়ন্ত্রণকারীর অপারগতা ও ক্রু সদস্যদের পরিস্থিতিগত সচেতনতার অভাবেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঢাকা থেকে ৪ জন ক্রুসহ ৭১ জন যাত্রী নিয়ে গতবছর ১২ই মার্চ দুপুরে কাঠমান্ডুতে নামার সময় ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশী।

এদিকে নেপালী তদন্ত কমিশনের রিপোর্ট অস্বীকার করে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাকে ধামাচাপা দেয়ার জন্যই এ ধরনের তথ্য প্রকাশ করা হচ্ছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।