পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন ও বিপন্নবোধ করছে বাংলাদেশে

সম্প্রতি ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায়সহ এই বছরই ৪ জন ব্লগার হত্যা, বেশ কয়েকজন শিশু-কিশোরকে পাশবিক নির্যাতনে নিহত করা, বৃহস্পতিবার রাতে ঢাকায় ক্ষমতাসীন দলীয় তিনজন নেতাকে গুলি করে হত্যাসহ সাম্প্রতিক সময়ে হত্যাকান্ড ও সহিংসতার বিস্তার, ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনাবলী বেড়ে যাওয়ার সাম্প্রতিক পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন ও বিপন্নবোধ করছেন। শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন বলছেন, তাদের ভাষায়-আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের এও বক্তব্য-ভীতির মধ্যে উদ্বেগ আর অনিশ্চয়তাকে সাথে নিয়েই আমাদের বসবাস। এই ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়ায় অনেকেই এড়িয়ে গেছেন, কোন বিপদে পড়বেন এই অজানা আশঙ্কায়। তারপরও কয়েকজন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতিতে ব্লগার এবং গণজাগরণ মঞ্চের নেতা বাপ্পাদিত্য বসু বলছেন, তারা আতঙ্কের মধ্যে আছেন। এদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান তার প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে। সবাই কামনা করেছেন এমন এক নিরাপত্তাহীন, উদ্বেগ ও অনিশ্চয়তার পরিস্থিতি অবসান হওয়া খুবই জরুরি।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

amir blogger