বাংলাদেশে ব্লু হোয়েল গেম নিয়ে রীতিমতো আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে

ব্লু হোয়েল গেম নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে মোবাইল অপারেটরদের রাতের বিশেষ ইন্টারনেট অফার ৬ মাসের জন্য বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ব্লু হোয়েল গেম নিয়ে রীতিমতো আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে। বিশেষ করে রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী অপূর্বা বর্ধন স্বর্ণার আত্মহত্যার পর বিষয়টি গণমাধ্যমের শিরোনাম হয়। এই পটভূমিতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অপূর্বার বাবা এডভোকেট সুব্রত বর্ধন, ব্যারিস্টার কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক একটি রিট আবেদন করেন। এই রিটের ওপর শুনানি শেষে আদালত তিনটি নির্দেশনা দেন। রিটের পক্ষে ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব আদালতে বলেন, এই গেমে খেলোয়াড়ের সামনে চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন কাজ করতে দেয়া হয়। এরপর চূড়ান্ত কাজ হিসেবে আত্মহত্যা করতে বলা হয়।

ওদিকে ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে নিজের লিঙ্গ কেটে নিশ্চিত মৃত্যুবরণ করতে যাচ্ছিল চট্টগ্রাম সিটি কলেজের মাস্টার্স পড়–য়া এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় রোববার রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট