চেয়ারপারসনের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সে বিষয়ে সকল পক্ষের সাথে আলাপ-আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে তাঁর দল বিএনপি।

শুক্রবার ঢাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। আলোচনার প্রক্রিয়া হিসেবে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার বৈঠক করেছেন বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের সাথে যখন তাঁরা জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া, জামায়াতকে মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ারও প্রস্তাব দিতে বলেছেন তাঁরা।

খিলাফত মজলিশও ঢাকায় এক মানব বন্ধনে সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।

এদিকে, শুক্রবার জুম্মার নামাজে সরকার পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনায় দেশের সকল মসজিদে সন্ত্রাস বিরোধী খোতবা পাঠ করা হয়। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

চেয়ারপারসনের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বিএনপি: মির্জা ফখরুল