তিস্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন: বিএনপি মহাসচিব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে (৭ থেকে ১০ এপ্রিল) তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে যে কোন চুক্তি হচ্ছে না, তা এখন স্পষ্ট তবে সফরকালে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

বিরোধী দল বিএনপি তিস্তা চুক্তি না হওয়া এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদনের ঘোরতর বিরোধীতা করছে। বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, তিস্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন

তবে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বুধবার বলেছেন, আলোচনার টেবিলে অনেক সিদ্ধান্তই নতুন করে গ্রহণ করা হয়। তিনি বলেন, তিস্তা চুক্তি হবে না-তা বলা যাবে না। কারণ ধরনের সফরের শেষ সময় বহু সিদ্ধান্তই গ্রহণ করা হয়ে থাকে। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

তিস্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর হবে অর্থহীন: বিএনপি মহাসচিব