নতুন ডিজিটাল আইন ২০১৬ প্রণয়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

বাংলাদেশ সরকারের নতুন ডিজিটাল আইন ২০১৬ প্রণয়নের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল বিএনপি। বিএনপি বলছে, এই আইন প্রণয়নের আসল উদ্দেশ্য ভিন্ন মত দমন করা।

মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আইন সম্পর্কে বলেন, এখন আর কথাও বলা যাবে না। মির্জা ফখরুল রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার শিগগিরই সম্প্রচার আইন চূড়ান্ত করতে যাচ্ছে। এ লক্ষ্যে অচিরেই আইনের খসড়া মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (বিএনপি)