রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গণবিরোধী-রাষ্ট্রবিরোধী: খালেদা জিয়া

বিশ্বের সর্ববৃহৎ মানব সৃজিত সুন্দরবনের সন্নিকটে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী আখ্যায়িত করে এ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দেশে অনেক জায়গা রয়েছে কিন্তু সুন্দরবন একটাই এবং এর কোন বিকল্প নেই।

নিজ দেশে ভারত এই ধরনের প্রকল্প অনুমোদন না দিলেও তাদের বিদ্যুৎ কোম্পানি এনটিপিসি সুন্দরবনের কোল ঘেঁসে তার কথায় কারিগরি ত্রুটিপূর্ণ এ বিদ্যুৎ কেন্দ্র করার সুযোগ পাচ্ছে একমাত্র ব্যবসায়িক কারনে বলে মন্তব্য করেন তিনি।

সুন্দরবন তথা ঐ অঞ্চলের পরিবেশ, জীব বৈচিত্র্য ও নদনদী রক্ষা এবং কৃষির স্বার্থে বিদ্যুৎ কেন্দ্রকে অন্যত্র সরিয়ে নেয়ার আহবান জানান বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের বিপক্ষে শুরু থেকেই আন্দোলন করে আসছে দেশের বামপন্থী বিভিন্ন সংগঠন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গণবিরোধী-রাষ্ট্রবিরোধী: খালেদা জিয়া