ভারত-বাংলাদেশ সীমান্ত আরও সুরক্ষিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে

কলকাতায় বিএসএফ বা সীমান্ত রক্ষী বাহিনীর ইস্টার্ন কম্যান্ডের আইজি হেমন্ত কুমার লোহিয়া জানিয়েছেন, এটাকে বলা হয় কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এতে থাকে লেজার ওয়াল, ইলেকট্রনিক সেন্সর, ক্লোজড সার্কিট টিভি, শক্তিশালী ক্যামেরা, রাতের অন্ধকারে নজরদারি চালানোর জন্য ইনফ্রা রেড বাইনোকুলার এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্র। বেশ কয়েকটি দেশ তাদের সীমান্ত সুরক্ষার জন্য এই ব্যবস্থা নিয়েছে।

পশ্চিম ভারতে পাকিস্তান সীমান্তে ইতিমধ্যেই এই সিআইবিএমএস বসানো হয়েছে, এবার পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্তে কাজ শুরু হবে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৪১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অর্ধেকেরও বেশি ২২১৭ কিলোমিটার পড়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। বাকিটা গিয়েছে ত্রিপুরা, মেঘালয়, অসম ও মিজোরাম বরাবর। এর অনেকটাতেই কোনও বেড়া নেই। ডানদিকে ভারত হলে বাঁ-দিকটা বাংলাদেশ। দুই দেশের গ্রামের মানুষেরা মিলে মিশে থাকেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট