বাজেট উচ্চাভিলাষী হলেও সম্ভব রাজস্ব আহরণ ও প্রবৃদ্ধি অর্জন: অর্থমন্ত্রী এএমএ মুহিত

বাংলাদেশে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সবাই বিশাল বাজেট আখ্যা দিয়ে এর বাস্তবায়নে সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে - এমনটাই বলেছেন।

প্রভাবশালী গবেষণা সংস্থা সিপিডি বলেছে, বাজেট ঘাটতির অর্থায়ন হবে অন্যতম বড় দুর্বলতা। আর এমন দুর্বলতার মধ্যে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ অর্জন কতোটুকু সম্ভব, তা নিয়েও সংস্থাটি সংশয় প্রকাশ করেছে।

বাংলাদেশের চেম্বারসমূহের ফেডারেশন এফবিসিসিআই’র পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, বাজেটের আকার বড় হলে রাজস্ব আদায়ে চাপও বেশি হবে।

ঢাকা চেম্বার বলেছে, বাজেটের আকার বড় হয়েছে, তবে কোনো পরিবর্তন লক্ষ্যনীয় নয়।

এদিকে, অর্থমন্ত্রী এএমএ মুহিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বলেছেন, বাজেট উচ্চাভিলাষী হলেও রাজস্ব আহরণ সম্ভব হবে। ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনও সম্ভব হবে বলে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

বাজেট উচ্চাভিলাষী হলেও সম্ভব রাজস্ব আহরণ ও প্রবৃদ্ধি অর্জন: অর্থমন্ত্রী এএমএ মুহিত