বাংলাদেশে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পাশ হয়েছে

Bangladesh Budget

২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট বাংলাদেশের জাতীয় সংসদ পাস করা হয়েছে। ১ জুলাই শনিবার থেকে এই বাজেট কার্যকর হবে। গত ১ জুন অর্থমন্ত্রী এমএ মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন এবং এ নিয়ে মোট ৫৫ ঘন্টা আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সমাপনী ভাষণের পরে ঢালাও ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাট ২ বছরের জন্য স্থগিত ঘোষণা এবং ব্যাংকে গচ্ছিত অর্থের উপরে আবগারী শুল্ক হ্রাস করা হয়েছে। বর্তমান হারেই ভ্যাট আদায়ের কথাও জানানো হয়েছে। ঢালাও ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ এবং ব্যাংকে গচ্ছিত আবগারী শুল্ক প্রস্তাবে সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্নস্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট বাজেট