সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে বাংলাদেশের নতুন প্রধানzবিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়ে বলেছেন শনিবার সন্ধ্যায় নতুন প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেন বঙ্গভবনে শপথ নিবেন। গত বছরের ১০ই নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করার পর থেকে এই পদটি খালি ছিলো। তিনি স্বাস্থ্যগত কারণে ছুটিতে যাওয়ার পর গত তেশরা অক্টোবর থেকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক আব্দুল ওহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখে যে রায় দিয়েছিল তাতে দেয়া কিছু পর্যবেক্ষণের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন সরকারের কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের কিছু নেতা। এমনকি তাঁরা প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেন। বিদেশে ছুটিতে থাকাকালিন সময়ে গত ১০ই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন এস কে সিনহা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট