হবিগঞ্জে চার শিশুকে অপহরণের পর হত্যা

J

বাংলাদেশে চারজন শিশুকে অপহরণের পর তাদের হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ জেলার বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের এক পরিবারের ৩ জন সহ ৪ শিশুকে পাঁচদিন আগে অপহরণ করা হয়।

বুধবার তাদের অর্ধগলিত লাশ ঐ গ্রামেরই একটি বালুর গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। ঐ চার শিশু নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষথেকে থানায় অপহরনের মামলা দায়ের করা হলেও পুলিশ তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। তবে লাশ উদ্ধারের পর হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, বেসরকারি সংস্থা শিশু অধিকার ফোরাম বলেছে দেশে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতন আশংকাজনক হারে বেড়েছে। সংস্থাটি জানিয়েছে গত চারবছরে হত্যার শিকার হয়েছে ১ হাজার ৮৫ শিশু এবং ধর্ষণের শিকার হয়েছে প্রায় ১ হাজার শিশু।

ফোরামের পরিচালক আব্দুছ শহিদ বলেন, শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার বিচার দ্রুত করা না হলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যে সকল মামলার রায় ইতিমধ্যে হয়েছে সেগুলোর বাকি কার্যক্রম দ্রুত শেষ করে তা কার্যকর করার ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

হবিগঞ্জে চার শিশুকে অপহরণের পর হত্যা