বাংলাদেশে গত দেড় মাসে হত্যা করা হয়েছে ৪৫ শিশুকে

বাংলাদেশে প্রতিদিন গড়ে একটি শিশু হত্যাকান্ডের শিকার হচ্ছে। গত দেড় মাসে হত্যা করা হয়েছে ৪৫ শিশুকে। সর্বশেষ হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার মর্মান্তিক ঘটনায় উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে সারাদেশে।

কেন-কারা এই হত্যাকান্ড ঘটালো তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। গ্রামবাসীদের কেউ কেউ নির্মম এ হত্যার জন্য গোষ্ঠীগত বিরোধকে দায়ী করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। চার শিশুর নির্মম এই হত্যাকান্ড আতঙ্ক তৈরি করেছে পুরো জেলাতেই। এমন নিষ্ঠুরতা মেনে নিতে পারছেন না কেউই।

স্মরণ করা যায় যে, ২০১৫ সালে ১ হাজার ৮৫ জন শিশু হত্যার শিকার হয় বাংলাদেশে। দ্রুত বিচার আইনে সিলেটে শিশু রাজন এবং খুলনায় শিশু রাকিব হত্যার বিচার সম্পন্ন হয়েছে। তবে বাকী শিশুদের হত্যার বিচার এখনও সম্পন্ন হয়নি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে গত দেড় মাসে হত্যা করা হয়েছে ৪৫ শিশুকে