বাংলাদেশে সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন পরিস্থিতি নিয়ে সুশীল সমাজ এবং বিশ্লেষকগণ বিভিন্ন মতামত প্রকাশ করছেন।ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।
এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
আমীর খসরু সাক্ষাৎকার
বাংলাদেশের সচেতন নাগরিকবৃন্দ, সুশীল সমাজ এবং বিশ্লেষকগণ সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনকে - অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন কতোটুকু সম্ভব ও পরিস্থিতি কতোটা নির্বাচন বান্ধব হয়েছে তার টেস্ট কেইস বা পরীক্ষাসম বিষয় হিসাবেই আগাগোড়া গন্য করে আসছেন। শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক প্রভাবশালী মহল থেকেও বাংলাদেশে যাতে অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সব দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। ইতোপূর্বে খুলনা ও গাজীপুরের পর সোমবারই অনুষ্ঠিত হলো সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। আর এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়। কিন্তু সোমবারের নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিস্তর অভিযোগ পাওয়া গেছে; মেয়র প্রার্থীরা ভোট চলাকালীন সময়েই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় পক্ষ-বিপক্ষ বাক-যুদ্ধ চলছে। নির্বাচন পরিস্থিতি নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে এসব বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার এবং বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।