বাংলাদেশে সদ্য সমাপ্ত তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্যে রাজশাহী এবং বরিশালের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
জহুরুল আলমের রিপোর্ট
মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সিলেটসহ তিন সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন।
তিনি বলেন গাজীপুর ও খুলনার মতো এই তিন সিটিতে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির ‘মহোৎসব’ হয়েছে। তবে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন নির্বাচনে অনিয়ম হলে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী কিভাবে ভোটে এগিয়ে থাকল।
এদিকে, নির্বাচন কমিশন রাজশাহীর আওয়ামী লিগ মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান এবং বরিশালের আওয়ামী লিগ মেয়র প্রার্থী সাদেক আবদুল্লাহকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছে। তবে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোটে এগিয়ে থাকলেও দুইটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় সেখানকার ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।