বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় তিন দিনের এক সফরে রোববার দেশটির রাজধানী নম পেনে পৌঁছেছেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা প্রায় সাড়ে তিন বছর পর দ্বিতীয়বারের মত দেশটিতে সফরে গেলেন। সোমবার দুই প্রধানমন্ত্রীর একান্ত আলোচনা এবং আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকের পর তাঁদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুইটি চুক্তি এবং নয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এছাড়াও কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে শেখ হাসিনার কম্বোডিয়া সফরের কর্মসূচীর মধ্যে আরও রয়েছে নম পেনের স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং গণহত্যা জাদুঘর পরিদর্শন। তিনি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতি মূর্তিতেও শ্রদ্ধা জানাবেন।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট