করোনাকে উপেক্ষা করে এক ঝাঁক কিশোর কিশোরী সাইকেল নিয়ে ফাঁকা রাস্তায় এক অপার আনন্দে মেতে উঠেছে

Your browser doesn’t support HTML5

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্কুল পডুয়া শিক্ষার্থীদের সময় যেন আর কাটছেই না। সাধারনত: পড়াশুনার পাশাপাশি যারা ব্যস্ত থাকে সীমাহীন দুরন্তপনায়, সেই সব শিশুদের মাসের পর মাস ঘরের মধ্যে আবদ্ধ থাকা কি আদৌ সম্ভব। আর তাই, সুযোগ পেলেই করোনাকে উপেক্ষা করে তারা বের হয়ে আসে আর মেতে ওঠে মারাত্বক দূরন্তপনায়। এমনটাই দেখা গেল পুরান ঢাকার তেজতুরী বাজার এলাকায়। এক ঝাঁক স্কুল পডুয়া কিশোর-কিশোরী সাইকেল নিয়ে নেমে পড়েছে ফাঁকা রাস্তায়। করোনাকে উপেক্ষা করে যেন এক অপার আনন্দে মেতে উঠেছে তারা।