ব্রাভো টাইগার্স!

তৃতীয় খেলায় দক্ষিন আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দক্ষিন আফ্রিকার সঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২-১ এ সিরিজ জয় করলো বাংলাদেশ।

বৃষ্টির কারনে ৫০ ওভারের খেলা ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ ওভার করা হয়। দক্ষিন আফ্রিকা ১৬৮ রান করে ৯ উইকেট হারায়।

১৭০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবালর দৃঢ় ব্যাটিংয়ে ২৬ ওভার ১ বলে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

দলকে দারুণ জয়ের দিকে নিয়ে গেলেও মাত্র ১০ রানের জন্য শতক পাননি সৌম্য সরকার। ইমরান তাহিরের বলে ভারে হাশিম আমলার হাতে ধরা পড়লে নীরবতা নেমে আসে স্টেডিয়ামে। ৯০ রান করতে ৭৫ বল খেলেন সৌম্য। সৌম্যর বিদায়ের পর আক্রমণাত্মক হয়ে উঠেন তামিম। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। ২৭তম ওভারের প্রথম বলে চার হাঁকিয়ে, ইনিংসের ৮৩ বল বাকি থাকতে লিটন দাস জয় এনে দেয় বাংলাদেশকে।!

বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান দুজনই ২০০ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন আজকের খলায়।

এনিয়ে টানা চারটি সিরিজ জিতল মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তানকে হারায় তারা।

আজ আমাদের অধিবেশনে হ্যালো ওয়াশিংটন চলাকালে মাঝে মাঝে ক্রিকেট খেলার খবর সরাসরি স্রোতাদেরকে জানানো হচ্ছিল। ওয়াশিংটন ষ্টুডিও থেকে সরকার কবীরুদ্দিন, রোকেয়া হায়দার, সেলিম হোসেন এবং ঢাকা থেকে দিলু খন্দকার অংশ নেন সেই আলোচনায়। আসুন শোনা যাক।

Your browser doesn’t support HTML5

দক্ষিন আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ

Your browser doesn’t support HTML5

ব্রাভো টাইগার্স!