এক আতঙ্কের নাম ডেঙ্গু। রাজধানী জুড়েই এখন এই আতঙ্ক। প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ জন রোগী হাসপাতাল কিংবা ক্লিনিকে ভর্তি হচ্ছেন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিশ মশার দাপট থাকে। গত এক দশকে ৫৩ হাজার মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৯৯ জন।
চলতি বছর এ পর্যন্ত একজন চিকিৎসকসহ ৩ জন মারা গেছেন। প্রতি বছরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত বছরের চেয়ে এবার ৭ গুণ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, এডিশ মশা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজধানীতে চার লাখ বাড়ি ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। ডেঙ্গু আতঙ্কে আদালতের শরণাপন্ন হয়েছেন একজন আইনজীবী। ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী তানজিম আল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর নোটিশ পাঠিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এ.বি.এম. আব্দুল্লাহ মনে করেন, সমন্বিত পদক্ষেপ ছাড়া এই রোগের বিস্তার রোধ করা অসম্ভব।
উল্লেখ্য যে, ১৯৬৪ সালে প্রথম ঢাকায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। এরপর থেকে এটা বেড়েই চলেছে।
Your browser doesn’t support HTML5
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী'র রিপোর্ট।