বাংলাদেশে পাহাড় ধসে নিহত দেড় শতাধিক

প্রবল বর্ষণের কারনে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাহাড় ধসের ঘটনায় দক্ষিণ পূর্বাঞ্চলের পাঁচটি জেলার অন্তত ১২টি স্থানে নিহতের সংখ্যা বুধবার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছে দেড় শতাধিক।

দুর্গত জেলা সমূহের প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদদাতারা জানিয়েছেন, রাঙ্গামাটি জেলায় নিহত হয়েছেন ১০৬ জন, চট্টগ্রামে ৩৪ জন, বান্দরবনে ৭ জন, কক্সবাজারে ২ জন এবং খাগড়াছড়িতে ২ জন।

দুর্গত এলাকাগুলতে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলা জানা গেছে। আহত হয়েছেন শতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

সংবাদদাতারা জানিয়েছেন, পাহাড় ধসের ফলে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রান পৌঁছাতে বিঘ্ন ঘটছে।

পাহাড় ধসে হতাহতের ঘটনায় বাংলাদেশের জাতীয় সংসদ শোক প্রস্তাব গ্রহণ করেছে।
ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ভারত এবং ব্রিটেন শোক জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের জুন মাসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১২৮ জন নিহত হয়েছিলেন। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে পাহাড় ধসে নিহত দেড় শতাধিক