বাংলাদেশে বন্দুক যুদ্ধে ৫ ব্যাক্তি নিহত

বাংলাদেশে শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পৃথক দুইটি কথিত বন্দুক যুদ্ধে ৫ ব্যাক্তি নিহত হওয়ার পর এনিয়ে গত ৭ দিনে বন্দুক যুদ্ধে মোট ১১ জন প্রাণ হারালেন।

র‍্যাপিড একশান ব্যাটালিয়ন র‍্যাবের ভাষ্য মতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরেরসরাইয়ের নিজামপাড়া এলাকায় টহল রত র‍্যাব সদস্যদের ওপর একদল সন্দেহভাজন ডাকাত গুলি চালালে র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চলায়।

কিছুক্ষণ যাবত দুপক্ষের মধ্যে গোলা-গুলি চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিন ব্যাক্তি নিহত হন। অন্যান্য হামলা কারিরা পালিয়ে যায় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, কুষ্টিয়া জেলার গোবিন্দগুনিয়া এলাকায় মিরপুর-ভেড়ামারা সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি করেছে নিহত দুইজন ডাকাত দলের সদস্য ছিলেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি পুলিশ।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে বন্দুক যুদ্ধে ৫ ব্যাক্তি নিহত