সুন্দরবনের কাছে ট্রলার ডুবে যাওয়ার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার

Map of Dhaka, Bangladesh

সুন্দরবনের বাংলাদেশ অংশে হিরণ পয়েন্টের অদূরে একটি ভারতীয় মাছ ধরার ট্রলার ১৭ জন জেলেসহ শনিবার ডুবে যাওয়ার একদিন পর পাঁচজন জেলের মৃতদেহ এবং দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে । বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড ট্রলার ডুবির খবর পাওয়ার পর শনিবার রাত থেকেই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু করে । বাংলাদেশের উপকুলের অদূরবর্তী দুবলার চরসংলগ্ন এলাকা থেকে ডুবে যাওয়া ট্রলার এবং পাঁচ জেলের মৃতদেহ ও দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন এখনো নিখোঁজ আরও ১০ জেলের সন্ধানে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়া বঙ্গোপসাগরের বাংলাদেশ-ভারত জলসীমার ভারতীয় অংশে অভিযান চালাচ্ছে ভারতের কোস্টগার্ড। ট্রলার ডুবির কারন তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কারনে নৌযানটি ডুবে গেছে বলে ধারনা করা হচ্ছে । ভারতের মাছ ধরার নৌযান সমূহের বিরুদ্ধে প্রয়াসই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশে করে মাছ ধরার অভিযোগ রয়েছে। জানিয়েছেন জহুরুল আলম।