ডেনমার্কের রাষ্ট্রদূত বলেচেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট

BANGLADESH HOSTAGE TAKING AFTERMATH

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখায়েল উইনথার বলেছেন গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ‘সন্তুষ্ট’ হলেও বিদেশি কূটনীতিকদের মন থেকে জঙ্গি হামলার শঙ্কা এখনও দূর হয়নি।

মঙ্গলবার ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেছেন ঝুঁকি বিচার করতে গেলে বিদেশিরা এখনও ঝুঁকিটা অনুভব করছে এবং তাদের চলাফেরায় এখনও সতর্কতা বজায় রাখতে হচ্ছে।

এই ঝুঁকিবিশ্বের বেশীরভাগ দেশেই রয়েছে বলে উল্লেখ করে রাষ্ট্রদূত মিখায়েল উইনথার বলেন মোটামুটি বিশ্বের ১৪০টি দেশে কম বেশি নিরাপত্তা ঝুঁকি রয়েছে।

এদিকেবাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং এ হুমকি সারা দেশে বিরাজ করছে বলে ব্রিটিশ সরকার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির ওপর ভ্রমণ সতর্কতার সর্বশেষ আপডেটে বলেছ এ পরিস্থিতির সরাসরি টার্গেটে হতে পারেন বিদেশি নাগরিকরা।

Your browser doesn’t support HTML5

জহুরু আলমের রিপোর্ট