সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আলা বারসে সরকারী সফরে ঢাকায়

AB

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আলা বারসে ৪ দিনের এক সরকারী সফরে ঢাকায় এসে পৌছেছেন। সুইজারল্যান্ডের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় বিশ্লেষকরা এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই কারণে যে, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ জোরদার আন্তর্জাতিক সমর্থন চায়।

ঢাকায় সুইজারল্যান্ড দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, মিয়ানমারের সংকটে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ ও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতম সম্পর্ক প্রতিষ্ঠার মতো দুটো বিষয় এই সফরে বিশেষ গুরুত্ব পাবে। সুইস প্রেসিডেন্ট মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন।

এছাড়া ঢাকায় সিভিল সোসাইটির সদস্য এবং সুইজারল্যান্ডের সাথে ব্যবসা-বাণিজ্য রয়েছে এমন বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সাথেও সাক্ষাত করবেন। সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যাবেন শীতকালীন অলিম্পিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট