ডক ডাকো : মোবাইলের বাটন চাপলেই ঘরে এসে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ডাক্তার
Your browser doesn’t support HTML5
একটা সময় ছিল যখন হঠাৎ বাসায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব না হলে চিকিৎসককে ডাকা হতো। ইদানিং শহরগুলিতে সে সব আর খুব একটা শোনা যায় না। যার ফলে কষ্ট হলেও সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে দীর্ঘ সময় অপেক্ষা, রাস্তায় যানজট ঠেলে নির্দিষ্ট চেম্বারে পৌঁছা, তাৎক্ষণিক চিকিৎসক না পাওয়ার বিড়ম্বনা মেনে নিয়ে রোগীকে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হচ্ছে। সুখবর হচ্ছে চিকিৎসককে বাসায় ডাকতে চালু হয়েছে ‘ডক ডাকো’ নামে একটি অ্যাপ। এটি একটি তরুণ উদ্দ্যোগ, যার পিছনে আছেন চার জন তরুণ উদ্দ্যোক্তা।