“সচেতন শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষকদের মানব বন্ধন”

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত বিভিন্ন ঘটনার উদ্বেগ জানিয়ে শিক্ষার নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে মানব্বন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় বেশ কয়েকটি দাবি তুলে ধরেন তারা। বিষয়টির ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথী। রোববার বেলা ১১ টায় অপরাজয় বাংলার সামনে এ মানব্বন্ধনের আয়োজন করা হয়। সচেতন শিক্ষকদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন এতে। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা সহ শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা বিভিন্ন অপরাধ্মুলক কাজে অংশ নিয়েছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যাবস্থা নেয়ার দাবি জানান তাঁরা। এছাড়া, উপাচার্যের বাসভবনে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকরা।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে নাসরিন হুদা বিথীর রিপোর্ট