বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বেলা তিনটা ২২ মিনিটে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। এটি ছিল মাঝারি ধরনের ভূকম্পন।

ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং এলাকা। আবহাওয়া দফতরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, অরুনাচলে উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। ঢাকা থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে এবং সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার। কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।