দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাওয়া যাবে নির্বাচন কমিশনে, লাগবে না অনুমতি

রাজনৈতিক দলের অনুমতি ব্যতিরেকেই কোনো দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব যে কোনো নাগরিক চাইলে নির্বাচন কমিশনকে তা দেয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট।

৬ জন বিশিষ্ট নাগরিকের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার ঐ আদেশ দেয়।

তিন বছর আগে সুশাসনের জন্য নাগরিক নামের একটি সংগঠন রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করলে কমিশন তা নাকচ করে দেয়। পরে তথ্য কমিশনে আবেদন করলেও আবেদনটি নাকচ হয়।

হাইকোর্ট বলেছে, দলগুলোর সম্মতি নেয়ার ক্ষেত্রে যে যুক্তি দেখানো হয়েছে তার কোনো আইনগত ভিত্তি নেই। ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পাওয়া যাবে নির্বাচন কমিশনে, লাগবে না অনুমতি