নির্বাচন কমিশন পুর্নগঠন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামি লীগ নেতা মোহাম্মদ নাসিম জানিয়েছেন সকল দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন সংস্কার ও পুর্নগঠন করা হবে।

শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, এ ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর উদ্যোগে একবার আলোচনা হয়েছিল বঙ্গভবনে। সেখানে বিএনপি গিয়েছিল, বেগম খালেদা জিয়াও গিয়েছিলেন। এবং সেই আলোচনার ভিত্তিতেই বর্তমান নির্বাচন কমিশন এখন নির্বাচন করছে। তাদের মেয়াদ শেষ হবার আগেই আবার উদ্যোগ নেয়া হবে যেন সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

বর্তমান নির্বাচন কমিশন গঠনের পর থেকে বিএনপি এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। দলটি এর সংস্কার এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

নির্বাচন কমিশন পুর্নগঠন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী