বাংলাদেশের প্রেসিডেন্ট নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নারীসহ ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন

Bangladesh Election Commission

প্রেসিডেন্ট আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে সোমবার রাতে নির্বাচন কমিশন পুন:গঠনের লক্ষ্যে, নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নারীসহ ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হলো। কবিতা খানম- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ছিলেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, যিনি একজন সাবেক আমলা, তিনি মঙ্গলবার তার প্রতিক্রিয়ায় নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি রাজনৈতিক দলের পাশাপাশি সুশীল সমাজের সহযোগিতাও কামনা করেছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে। আর বিরোধী দল বিএনপি মঙ্গলবার রাতে এক বৈঠকের পরে প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছে।

এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট (ইসি)