বাংলাদেশে যে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, বিরোধী বিএনপি, তা প্রত্যাখ্যান করেছে।

Bangladesh Election Commission

নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়ার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নতুন যে নির্বাচন কমিশন গঠন করেছেন, বিরোধী দল বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের এক বৈঠক শেষে মঙ্গলবার গভীর রাতে বিএনপির মহাসচিব দলের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নির্বাচন কমিশন পুন:গঠনে রাজনৈতিক বিবেচনা এবং প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে। নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে অনভিজ্ঞ আমলা এবং বিতর্কিত ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে বিএনপি বলেছে, তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ ওগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আশা করা যায় না।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বিএনপির এই প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছে।
এদিকে, বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ বুধবার তার বিদায়ী সংবাদ সম্মেলনে বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠান ছাড়া কোনো উপায় ছিল না।

এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমীর খসরু।

Your browser doesn’t support HTML5

আমীর খসরুর রিপোর্ট ( ইসি)